ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সান্ধ্যকালীন কোর্স: সদস্যদের রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
সান্ধ্যকালীন কোর্স: সদস্যদের রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত 

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স নিয়ে বিধিমালা প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে গঠিত পূর্বের ডিনস কমিটির প্রদত্ত রিপোর্ট বর্তমান কমিটির সব সদস্যদের দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সভা আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) কমিটির আহ্বায়ক উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাসূত্র বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।


 
২৪ ফেব্রুয়ারি একাডেমিক পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাষা শিক্ষাকোর্স এবং বিভিন্ন প্রকল্প ও সেন্টারসমূহ পরিচালিত প্রশিক্ষণ কোর্স ছাড়া অন্যান্য সান্ধ্যকালীন/ অনিয়মিত কোর্সসমূহে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও ভর্তি বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া আগামী ৫ সপ্তাহ স্থগিত থাকবে।
 
সান্ধ্যকালীন/অনিয়মিত কোর্স সংক্রান্ত বিধিমালা প্রণয়নের জন্য গঠিত কমিটির সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ (আহ্বায়ক), উপ-উপাচায (প্রশাসন), কোষাধ্যক্ষ, কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, জীববিজ্ঞান অনুষদের ডিন, ফার্মেসি অনুষদের ডিন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক।
 
এই কমিটিকে আগামী ৫ সপ্তাহের মধ্যে বিধিমালা ও সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসকেবি/আরেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।