ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: প্রতীক বরাদ্দ না দেওয়া নিয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন আগামী ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৭ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট দায়ের করেন শাহনেওয়াজ হোসাইন জোয়ার্দার।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।

পরে আরিফ মঈনুদ্দিন চৌধুরী জানান, শাহনেওয়াজ হোসাইনকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ না দিয়ে মোস্তফা সারোয়ারকে দেওয়া হয়। এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে আপিল করলেও তিনি তা নিষ্পত্তি করেননি। তার এ নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। আজ আদালত রুল জারি ও নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করে শাহনেওয়াজের আপিল ৩ এপিলের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচনে ভোটগ্রহণের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য ছিল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।