ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

২ মার্চ নতুন ভোটারদের এনআইডি দেওয়া শুরু হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
২ মার্চ নতুন ভোটারদের এনআইডি দেওয়া শুরু হবে

ঢাকা: আগামী ২ মার্চ ভোটার দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সীমিত আকারে এই কার্যক্রমে শুরু হলেও ধীরে ধীরে তা বাড়বে।

এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, হারানো জাতীয় পরিচয়পত্র সেবা অঞ্চল ও জেলা হতে মুদ্রণ করে উপজেলা/থানা হতে ভোটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে।

কিন্তু জেলা ও উপজেলা হতে ভোটাররা হারানো এনআইডি সেবা না পেয়ে প্রায়শ ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে চলে আসছে। এতে করে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার যে লক্ষ্য তা ব্যাহত হচ্ছে। অতএব হারানো এনআইডি প্রাপ্তির আবেদন পাওয়ার সাথে সাথে তা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করতে হবে। মুদ্রিত এনআইডি সমূহ যাতে জেলায় পড়ে না থাকে এবং দ্রুত উপজেলা/থানা নির্বাচন অফিস আবেদনকারীকে ঐ দিনই সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সপ্তাহের নির্ধারিত দিন বা সময়ে হারানো আইডি মুদ্রণ ও সরবরাহের জন্য নির্ধারণ করে দেয়া যাবে না।

হারানো আইডি কার্ড দ্রুত সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা জেলার হারানো আইডি কার্ডসমূহ ঢাকা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রেরণ করতে হবে এবং মুদ্রিত কার্ড দ্রুত থানা/উপজেলা হতে সরবরাহ করতে হবে। জরুরি গুরুত্বপূর্ণ হারানো কার্ড ব্যতীত, অন্য জেলা/উপজেলা/ থানায় হারানো এনআইডি ইটিআই ভবনের ২য় তলা বা অপারেশন অধিশাখা হতে সরবরাহ করা হবে না।

আগামি ০২ মার্চ ২০২০ তারিখ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে ব্যাপক অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়েছে। সেই সাথে একই দিনে ০২ মার্চ ২০২০ তারিখ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে। দৈনন্দন জীবনে নাগরিক সেবা সহজতর করার লক্ষ্যে নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধিত ১৮ বছরের কম বয়স্ক নাগরিকগণকে স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং এ বিষয়ে আইটি শাখা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। নতুন নিবন্ধিত নাগরিকগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। উক্ত লিংক এর মাধ্যমে জাতীয় ভোটার দিবসটি উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ০২ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে। মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় ভোটার দিবসের র্যালীতে অথবা আলোচনা অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে।

এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।

বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের তথ্য আছে।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ইইউডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।