ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হলিউডে প্রথম দৃশ্যেই দীপিকার প্রশংসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
হলিউডে প্রথম দৃশ্যেই দীপিকার প্রশংসা ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন

বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে যাত্রা শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। এই যাত্রায় শুরুতেই তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলকে।

‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। এর নাম ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’।

কানাডার টরন্টোতে এরই মধ্যে ছবিটির দৃশ্যধারণে যোগ দিয়েছেন দীপিকা। প্রথম দৃশ্যেই মন কেড়েছেন তিনি। পরিচালক ডি.জে. ক্যারাসো একটি ছবি পোস্ট করে ৩০ বছর বয়সী এই তারকার ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘চোখ ধাঁধানো!’ এর চিত্রগ্রহণ করছেন অস্কারজয়ী চিত্রগ্রাহক রাসেল কার্পেন্টার।

প্রথম দিন দীপিকার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিন ডিজেল। এর একটিতে ‘বাজিরাও মাস্তানি’ তারকাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জ্যান্ডার ও সেরেনার প্রথম দিনের শুটিং। ’

২০০২ সালে তৈরি হয় প্রথম ‘ট্রিপল এক্স’ ছবি। পরেরটিতে অবশ্য ছিলো জ্যান্ডার। আট বছর পর আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থায় ফিরছে সে। এ চরিত্রেই আছেন ভিন ডিজেল।

এবারের ছবিতে হলিউডের আরও কয়েকজন তারকা থাকছেন। তারা হলেন স্যামুয়েল এল. জ্যাকসন, নিনা ডবরেভ, রুবি রোজ ও কনোর ম্যাকগ্রেগর। আছেন এশীয় তারকা জেট লি ও টনি জা। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে আগামী বছর।

* দীপিকা শুন্য ২০১৬
* হলিউডের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন দীপিকা (ভিডিও)
* দীপিকার হলিউড যাত্রা শুরু ফেব্রুয়ারিতে
* দীপিকা সত্যিই হলিউডে!
* ভিন ডিজেলকে জড়িয়ে ধরলেন দীপিকা!
* যাকে বয়ফ্রেন্ড বললেন দীপিকা
* নিজের দাম বাড়িয়েছেন দীপিকা
* টাকার মানুষ হতে অরুচি দীপিকার
* প্রযোজনায় হাত পাকাবেন দীপিকা
* অভিনয় ছাড়তে পারেন দীপিকা!
* জন্মদিনের বাঁধনে প্রেম!
* প্রথম দর্শনে প্রেম
* সালমানকে দীপিকার বিয়ের প্রস্তাব!
* দীপিকার গাউন নিয়ে সালমানের টানাটানি!
* সবচেয়ে ভালো বন্ধু রণবীর: দীপিকা (ভিডিও)
* সিং নয়, প্রেমের জন্য কাপুরকেই পছন্দ দীপিকার
* দীপিকার সেরা বয়ফ্রেন্ড!
* শাহরুখকে পেছাতে বলেননি দীপিকা
* দীপিকার জন্য প্রিয়াঙ্কার বিশেষ উপহার
* রণবীরের কাছে প্রিয়াঙ্কা খিচুড়ি, দীপিকা বিরিয়ানি!
* মনে পড়ে গেলো ‘ডোলা রে ডোলা’! (নতুন ভিডিও)
* প্রিয়াঙ্কা-দীপিকার ‘পিঙ্গা’
* বিরজু মহারাজের কাছে দীপিকা
* দিওয়ানি মাস্তানি দীপিকা!
* দীপিকা অনুমতি দিলেই রণবীরের বিয়ে!
* কোন রণবীরে দীপিকা ‘হট’?
* একফ্রেমে দীপিকার দুই রণবীর
* এভাবেও ‘তামাশা’ করা যায়!
* দীপিকা ঘোরাতে পারেন রণবীরের ভাগ্য! (ভিডিও)
* বিমানবন্দরে দীপিকা-রণবীরের আশিকি!
* নারীর ক্ষমতায়ন নিয়ে দীপিকা
* হৃতিকের সঙ্গে কাজ করতে দীপিকার অস্বীকৃতি
* হৃতিক-দীপিকার রোমান্স
* দীপিকার ডান হাতে লেখা
* বাংলা ছবিতে দীপিকাকে নিতে কাড়াকাড়ি
* দীপিকার জন্য পাগল যে ব্রিটিশ কমেডিয়ান
* দাম বেড়ে গেছে দীপিকার
* শহর মাতলো দীপিকার মোহে
* দীপিকা এখন ঢাকায়
* ছোটবেলায় হাত খরচ পেতেন না দীপিকা
* দীপিকার ছেড়ে দেওয়া পাঁচটি হিট ছবি (ভিডিও)
* দীপিকাকে বাজে পরামর্শ!

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।