ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুবোধ পুরুষে আস্থা নেই দীপিকার! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
সুবোধ পুরুষে আস্থা নেই দীপিকার! 

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির দৃশ্যধারণ চলাকালে বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।  এবার হলিউডে প্রথম ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তা দিয়ে সাজানো একটি পোস্টার প্রকাশিত হলো।

৩০ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছেন।  

ছবিটিতে সেরেনা আঙ্গার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দেখুন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির সেরেনা আঙ্গারকে। ’’ 

পোস্টারে দীপিকার সাদাকালো ক্লিপ আর্ট ইমেজ আছে। তবে চমকপ্রদ বিষয় হলো- এতে উল্লেখ করা সাহসী একটি কথা। এটি শোভা পাচ্ছে তার মুখ ঘেষে। লাল অক্ষরের ট্যাগলাইনটি হলো ‘আই ডোন্ট বিলিভ ইন গুড গাইস। ’ অর্থাৎ সুবোধ বা বাবুগোছের পুরুষ মানুষে আস্থা নেই।

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ হলো ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় ছবি। ২০০২ সালে তৈরি হয় এর প্রথম ছবিটি। এতে অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। গত ফেব্রুয়ারিতে শুরু করে মে পর্যন্ত ছবিটির কাজ করেন তিনি।  

নতুন ছবিতে আরও আছেন নিনা ডোবলেভ (দ্য ভাম্পায়ার ডায়েরিস) ও রুবি রোজ (অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক)। ডি.জে ক্যারাসোর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টনি জা, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট, ডনি ইয়েন, নেইমার জুনিয়র ও রোরি ম্যাককান। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।