ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হলিউডে দীপিকার প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
হলিউডে দীপিকার প্রথম ঝলক দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

‘ট্রিপল এক্স’ সিরিজের চতুর্থ ছবির পৃথক দুটি টিজার শেয়ার করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হলিউড অভিনেতা ভিন ডিজেল। সোমবার (১৮ জুলাই) ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজ নিজ অ্যাকাউন্টে এগুলো দিয়েছেন তারা।

টিজারে বোঝা যাচ্ছে, ভিন ডিজেল ও দীপিকা আবেদনময় রসায়ন আর রুদ্ধশ্বাস মারামারিতে ভরপুর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’। একটি দৃশ্যে দীপিকার মুখে সংলাপ ছিলো এমন- ‘এখানে তুমি যে কারণেই আসো না কেনো, খুব বেশি দেরি কোরো না। ’

ডিজে ক্যারাসো পরিচালিত ছবিটিতে প্রথমবার ভিন ডিজেলের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা। এর মাধ্যমেই হলিউডে অভিষেক হচ্ছে ৩০ বছর বয়সী এই তারকার। এতে তাকে দেখা যাবে সেরেনা আঙ্গার চরিত্রে। মেয়েটি বন্দুক ও ছুরি চালাতে পারদর্শী। কিছুদিন আগে প্রকাশিত স্থিরচিত্রগুলো দেখেই অবশ্য বোঝা গেছে সে যে দুরন্ত!

অন্যদিকে ভিন ডিজেল দ্বিতীয়বারের মতো জ্যান্ডার কেজ চরিত্রে অভিনয় করলেন। টিজারে ৪৯ বছর বয়সী এই মার্কিন তারকা বলেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। ’ শিগগিরই এর পুরো ট্রেলার প্রকাশ হবে।

এর আগে ভিন ও দীপিকা ছবিটির লাল ও রূপালি লোগো উন্মুক্ত করেছেন। এতে ছিলো ডিজেলের দৃঢ় বক্তব্য- ‘পৃথিবী বদলে গেছে। বিভিন্ন হুমকির মুখে আমাদের দক্ষ ও দৃঃ মনোবলের মানুষ দরকার। এখান থেকে কীভাবে বের হবো তা জানা নেই আমাদের। আমাদের অন্যরকম যোদ্ধা প্রয়োজন। ’

দীপিকাও তার চরিত্রের পোস্টার প্রকাশ করেছেন। এতে তার মুখে শোভা পেয়েছে এই সাহসী ট্যাগলাইন- ‘পানসে ছেলেদের ওপর আমার আস্থা নেই। ’

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন রুবি রোজ, নিনা ডবরেভ, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি জা, ডনি ইয়েন প্রমুখ।

২০০২ সালে ভিন ডিজেলকে নিয়ে তৈরি হয় রব কোহেন পরিচালিত ‘ট্রিপল এক্স’। ২০০৫ সালে লি তামাহোরির ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’-এ তিনি ছিলেন না।

* ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির টিজার দেখতে ক্লিক করুন :
* ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির টিজারে দীপিকা পাড়ুকোনকে দেখতে ক্লিক করুন :
* ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির অ্যানিমেশন লোগো দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।