রোববার (৮ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আড্ডায় শিরিন বলেন, “ছোটবেলায় মা আমাকে ‘পাঞ্জাবীওয়ালা’ গানটি গাইতে শিখিয়েছিলেন। হাবিবের সংগীতায়োজনে এটি গেয়েই শ্রোতাদের মন জয় করি।
হালীর মৃত্যুতে শোকাহত শিরিন বলেন, “পরিচয়ের শুরুতে তাকে কী সম্বোধন করবো ভেবে পাচ্ছিলাম না। মনের অজান্তেই ‘বাবা’ ডেকেছিলাম। তিনি ছিলেন আমার বাবার মতোই। তার কিছু গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। বাবা আমাকে আরও কিছু লিরিক দিয়েছেন। ধীরে ধীরে সেগুলো শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেবো। ”
গফুর হালীর লেখা ‘রসের কথা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। তিনি বলেছেন, ‘কাজটা করার ইচ্ছা ছিলো অনেকদিনের। চট্টগ্রামে শিরিন আপুকে মঞ্চে এটি গাইতে দেখে রেকর্ডিংয়ের প্রস্তাব দিই। তিনি আমার সংগীতায়োজন পছন্দ করেছেন। গানটির মাধ্যমে শ্রদ্ধেয় আবদুল গফুর হালীকে সম্মান জানাচ্ছি আমরা। ’
এদিকে শিরিন আরও জানান, কয়েকদিনের জন্য দেশে ফিরেছেন তিনি। এর মধ্যে তিন গান নিয়ে সাজানো একটি ইপি অ্যালবাম তৈরি করেছেন। সিডি চয়েস থেকে এটি বাজারে আসবে আগামী ভালোবাসা দিবসের প্রাক্কালে। এর নাম রাখা হয়েছে ‘গানওয়ালী’। ‘রসের কথা’র আগেই বের হবে এটি। আভরাল সাহিরের কথা, সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে গানগুলো। শিরোনাম গানের ভিডিওতে মডেল হয়েছেন শিরিন নিজেই।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসও/জেএইচ