‘ভালোবাসা এমনই হয়’- ছবির মুক্তি উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয় ‘পয়লা দর্শন’ অনুষ্ঠান। পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী বিদ্যা সিনহা সাহা মিম ও ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ বিজয়ী ইরফান সাজ্জাদ প্রথমবার জুটি বেঁধেছেন ছবিটিতে। নিজেদের ঘরের ছবিতে জুটি বাঁধতে পেরে উচ্ছ্বসিত তারা।
মিম বলেন, ‘এ ছবিটি নিয়ে আমি এখন পর্যন্ত খুব বেশি উত্তেজিত। মুক্তি বিলম্বিত হওয়ায় আমিই বেশি চিন্তিত ছিলাম। আমি নিয়মিত খোঁজ নিয়েছি কবে মুক্তি পাবে কবে মুক্তি পাবে। ’ মিম মজা করে বলেন, ‘ছবিটির শুটিংয়ে অনেক মজা করেছি। এমনও হয়েছে যে, আমরা হয়তো একসঙ্গে গল্প করছি বা আড্ডা দিচ্ছি, ক্যামেরায় সেটাও ধারণ করা হয়েছে। তাছাড়া শীতের সময় ছোট কস্টিউমে কাজ করতে হয়েছে আমাকে, এটা ভুলবো না। ’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ছবিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্পর্ক কীভাবে জোরদার করা যায়। ছবিটি দেখার পর অনেকে সেটা অনুধাবন করবেন। আর এটা আমার প্রথম ছবি। স্বভাবতই আমি ভেতর থেকে কাঁপছি। আমি চাই সবাই হলে গিয়ে ছবিটি দেখুক। ’
তানিয়া আহমেদ বলেন, ‘ইমপ্রেসের প্রতি কৃতজ্ঞতা। তারা সব সময়ই আমাকে সমর্থন করেছে। এই ছবিটি সেই ভালোবাসারই একটি উদাহরণ। আমি আশা করবো ছবিটি সবার কাছে পৌঁছুবে। সবাই হলে গিয়ে এটি দেখবেন। ’
ছবিটির আরেক অভিনেতা মিশু সাব্বির বক্তব্য দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন, ‘মিডিয়াকে চিনেছি ইমপ্রেস দিয়ে। অনেক সুযোগ দিয়ে তারা আমাকে এতোদূর নিয়ে এসেছে। অনেকে আমাকে ভালো ছেলে বলে, এটাও ইমপ্রেসের অবদান। কারণ ভালো ব্যবহারটাও তাদের কাছ থেকে শিখেছি। সবার কাছে দাবি, আমার এই ছবিটি হলে গিয়ে দেখবেন। ’
অনুষ্ঠানে ছবিটির গুরুত্বপূর্ণ দুই অভিনেতা তারিক আনাম খান ও মীর সাব্বির অনুপস্থিত ছিলেন। ছবিটির প্রযোজক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে বেলুন উড়িয়ে ‘ভালোবাসা এমনই হয়’-এর পোস্টার ও বিলবোর্ড উন্মোচন করেন।
এদিকে নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে উন্মুক্ত হয় ছবিটির শিরোনাম-গানের ভিডিও। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় লন্ডনের কেন্ট শহরে চিত্রায়িত ছবিটি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় মুক্তি পাবে আগামী ২৭ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসও