ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারত মাতাবেন জাস্টিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ভারত মাতাবেন জাস্টিন জাস্টিন বিবার (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক পপ সেনসেশন জাস্টিন বিবার তার ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর ব্যাপ্তি বাড়িয়েছেন। এশীয় অঞ্চলের সংগীত সফরের অংশ হিসেবে এবার তিনি আসছেন ভারতে। আগামী ১০ মে মুম্বাইয়ে গাইবেন ২২ বছর বয়সী এই কানাডিয়ান তারকা।

ভারতে বিবারের কনসার্ট আয়োজক হোয়াইট ফক্স ইন্ডিয়া খবরটির সত্যতা নিশ্চিত করে জানায়, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কনসার্টটি হবে। ২২ ফেব্রুয়ারি থেকে কনসার্টের টিকেট পাওয়া যাবে।

এর মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার রুপি করে। এছাড়া বিবারের ভক্তরা টিকেটের জন্য www.bookmyshow.com এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ প্রতিষ্ঠানের পরিচালক অর্জুন জৈন বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে দেখা যায়নি এমন এক মনমাতানো কনসার্ট করতে আসছেন জাস্টিন বিবার। তার অন্ধভক্তদের ৮০ শতাংশই ভারতীয়। তাই এটা হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় কনসার্ট। '

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।