এ ঘটনার পরই জুহু থানায় একটি মামলা দায়ের করেছেন ভাট পরিবার। যেখানে মহেশ ভাট, সোনি রাজদান ও আলিয়ার বয়ান রেকর্ড করা হয়েছে।
মুম্বাই পুলিশের একটি সূত্র জানান, একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে ভাট পরিবারের থেকে ৫০ লক্ষ রুপি দাবি করা হয় এবং লখনৌর একটি ব্যাংকে তা জমা দিতে বলা হয়। আর তিনি যদি তা দিতে ব্যর্থ হন তাহলে স্ত্রী ও মেয়েকে হত্যা করা হবে বলে জানানো হয়। প্রথমে বিষয়টি মজা হিসেবে ধরে নিয়েছিলেন ‘হামারি আধুরি কাহানি’খ্যাত এই নির্মাতা। কিন্তু পরে যখন তাকে হোয়াটস অ্যাপের মাধ্যমে দ্বিতীয়বার হুমকি দেওয়া হয় তখন মহেশ ভাট পুলিশের বিষয়টি অবগত করেন।
এবারই প্রথম নয়, দু’বছর আগে আরও একবার তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
বিএসকে/এসএইচ/এসও