ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাস্টিন বিবারের সঙ্গে নাচবেন সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
জাস্টিন বিবারের সঙ্গে নাচবেন সানি লিওন সানি লিওন ও জাস্টিন বিবার (ছবি: সংগৃহীত)

১০ মে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন সংগীতশিল্পী জাস্টিন বিবার। এখানে কানাডিয়ান এই তারকাকে সঙ্গ দেবেন বলিউডের নামিদামি তারকারা। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।

শোনা যাচ্ছে, এ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। তিনি ২২ বছর বয়সী এই তরুণ গায়কের সঙ্গে নাচবেন।

তিনিও জাস্টিনের মতোই কানাডিয়ান। তার নাম সানি লিওন।  

এ প্রসঙ্গে কনসার্ট আয়োজকের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘হাতেগোনা কয়েকজন তারকার মধ্যে সানি লিওন কনসার্টে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো সারপ্রাইজ নয়, স্বাভাবিক ঘটনা। ’

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
বিএসকে/এসও

** ভারত মাতাবেন জাস্টিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।