ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কঙ্গনাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বললেন করণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
কঙ্গনাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বললেন করণ করণ জোহর ও কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

যমজ সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহর। এর রেশ কাটতে না কাটতেই বিস্ফোরক মন্তব্যে আবার খবরের শিরোনামে তার নাম। এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রনৌতকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বললেন করণ।

কিছুদিন আগে ‘রেঙ্গুন’-এর প্রচারণার জন্য করণের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর অতিথি হয়ে গিয়েছিলেন কঙ্গনা রনৌত ও সাইফ আলি খান। সেখানে ‘মাই নেম ইজ খান’খ্যাত এই প্রযোজককে ‘মুভি মাফিয়া’ ও ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বাহক’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা।

কিন্তু এতোদিন এর উত্তরে কিছু না বললেও অবশেষে জবাব দিয়েছেন করণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে করণকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তিনি (কঙ্গনা) আমার অতিথি ছিলেন এবং যা বলেছেন তা আমার শুনতে হয়েছে। যখন তিনি বলেছেন, ‘বলিউডে স্বজনপ্রীতির পতাকা বাহক’, আমি বলতে চেয়েছিলাম, আমি কি আমার ছেলে, মেয়ে, ভাগ্নে-ভাগ্নি অথবা আত্মীয়দের নিয়ে কাজ করেছি? এ ছাড়া তিনি ‘মুভি মাফিয়া’ বলতে আমাকে কি বোঝাতে চেয়েছেন? আমরা তাকে কোনো কাজ দেই না বলেই কি তিনি এটি বোঝাতে চেয়েছেন? আমরা কাকে নিয়ে কাজ করবো সেটি আমাদের একান্তই নিজস্ব ব্যাপার। আমার পছন্দ হয় না বলেই হয়তো তাকে নিয়ে আমি কোনো কাজ করি না। ”

তিনি আরও বলেন, ‘যদি কঙ্গনার মনে হয়, তিনি প্রতিটি ব্যাপার ও সময়ের শিকার হচ্ছেন তাহলে তার ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।