সালমান খানের ব্লকবাস্টার ছবি ‘দাবাং’ ও ‘দাবাং টু’তে তার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। এ ছাড়া সালমানের ‘সুলতান’ ছবিতেও দেখা গেছে ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত এই তারকাকে।
এদিকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিনোদের একটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরা আছেন তিনি এবং তার সঙ্গে রয়েছেন ছেলে ও স্ত্রী। এ ছাড়া তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলেও শোনা গেছে। এরই মধ্যে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিলো।
এ নিয়ে হাসপাতালের মুখপাত্র তুষার পুনিয়া বলেছেন, ‘তীব্র পানি স্বল্পতাজনিত সমস্যার (ডি-হাইড্রেশন) কারণে শুক্রবার (৩১ মার্চ) স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে বিনোদ খান্নাকে। তিনি ক্যান্সারে আক্রান্ত নন। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং আগের থেকে সুস্থ রয়েছেন। ’
১৯৪৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহন করেন বিনোদ খান্না। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১টি ছবিতে অভিনয় করেছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরি আপনে’, ‘মেরি গাঁও, মেরি দেশ’, ‘ইনকার’, ‘আচানক’, ‘কুরবান’, ‘ইমতিহান’ প্রভৃতি। শুধু বলিউড নয়, পাকিস্তানি ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই তারকা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
বিএসকে/এসও
* হাসপাতালে বিনোদ খান্না