ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা ভালো আছেন, প্রার্থনা করবেন: অক্ষয় খান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বাবা ভালো আছেন, প্রার্থনা করবেন: অক্ষয় খান্না বিনোদ খান্না ও অক্ষয় খান্না (ছবি: সংগৃহীত)

পানি স্বল্পতাজনিত সমস্যার (ডি-হাইড্রেশন) কারণে ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান বলিউড অভিনেতা বিনোদ খান্নাকে। এরপর  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার একটি ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয় অর্ন্তজাল দুনিয়ায়।

এখানেই শেষ নয়, এ কারণে অনেকেই মনে করেছেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বিনোদ। এমনকি তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিলো।

এদিকে অবশ্য হাসপাতালের মুখপাত্র তুষার পুনিয়া বলেছিলেন, ‘তীব্র পানি স্বল্পতাজনিত সমস্যার (ডি-হাইড্রেশন) কারণে শুক্রবার (৩১ মার্চ) স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে বিনোদ খান্নাকে। তিনি ক্যান্সারে আক্রান্ত নন। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং আগের থেকে সুস্থ রয়েছেন। ’

বর্ষীয়ান এই অভিনেতার সুস্থতা কামনা করে আশা পারেক জানান, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এ ছাড়া অভিনেতা ইরফান খান বিনোদ খান্নার জন্য নিজের অঙ্গদান করতেও রাজি বলে জানিয়েছেন। ’

অন্যদিকে বিনোদের প্রথম ঘরের সন্তান বলিউড অভিনেতা অক্ষয় খান্না বাবার সুস্থতা কামনা করে বলেছেন, ‘বাবা আগের থেকে অনেকটা ভালো আছেন। সবাই তার জন্য প্রার্থনা করবেন ‘

১৯৪৬ সালের ৬ অক্টোবর জন্মগ্রহন করেন বিনোদ খান্না। ৪৫ বছরের ক্যারিয়ারে ১৪১টি ছবিতে অভিনয় করেছেন ৭০ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মেরি আপনে’, ‘মেরি গাঁও, মেরি দেশ’, ‘ইনকার’, ‘আচানক’, ‘কুরবান’, ‘ইমতিহান’ প্রভৃতি। শুধু বলিউড নয়, পাকিস্তানি ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের এই তারকা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিএসকে/এসও

* বিনোদকে দেখতে হাসপাতালে সালমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।