ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মর্যাদা পেতে লড়ছেন অপু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মর্যাদা পেতে লড়ছেন অপু অপু বিশ্বাস

ঢাকা: মানুষ হিসেবে মর্যাদা পেতে লড়ছেন ঢালিউড ক্রেজ অপু বিশ্বাস। আর তার এ লড়াই ঢালিউড কিং খ্যাত নায়ক শাকিবের কাছ থেকে স্বীকৃতি আদায়ের।

দীর্ঘ দিন আড়ালে থাকার পর সোমবার (১০ এপ্রিল) একটি টেলিভিশন চ্যানেলের লাইভ শোতে হাজির হয়ে তিনি নিজেই জানান এ আর্তি।

তিনি বলেন, ৫ মাস হলো দেশে এসেছি।

ছেলের বয়স তখন ৩ মাস। আমি অনেক সহ্য করেছি। আর কতো সহ্য করবো? আমিও তো মানুষ। আমার ভেতরে ভালো মন্দ আছে।

এ সময় বিয়ে থেকে শুরু করে লোকচক্ষুর আড়ালে যাওয়া, সন্তানের জন্ম দেওয়া, স্বীকৃতি আদায়ের লড়াই ইত্যাদির খুটিনাটি তুলে ধরেন অপু।

লাইভ শো তে বারবারা কান্নায় ভেঙে পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।