ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়’ অপু বিশ্বাস ও তার সন্তান আব্রাহাম

সন্তানের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করে দর্শকের কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। জনপ্রিয় এই নায়িকা টেলিভিশন লাইভে জানান, তিনি তার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। 

নিজের সন্তান সম্পর্কে অপু বলেন, ‘আমি চাই আমার সন্তান (আব্রাহাম) সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠুক। আমার ছেলের দ্বারা যেন কোনো প্রতারিত না হয়।

নিউজ ২৪-এর লাইভে অপু জানান, স্ত্রী হিসেবে স্বামী শাকিবের সঙ্গে বুবলীর মেলামেশা পছন্দ করেন না অপু। এ কারণেই শাকিব-বুবলী জুটিকে মেনে নিতে পারেন না তিনি। সবশেষ কিছুদিন আগে ফোন করে বুবলীকে শাসিয়েছেন অপু। এ কারণে টেলিভিশন লাইভে (১০ এপ্রিল) বুবলীর কাছে ক্ষমা চেয়েছে অপু।

শাকিব খান ও বুবলী ‘রংবাজ’ নামে একটি ছবিতে সবশেষ চুক্তিবদ্ধ হন। এটা মানতে পারছেন না অপু। জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘শাকিব আমাকে বলেছিলো ওর সঙ্গে ছবি করবেন না। কিন্তু নিউজ দেখে আমি অবাক হয়েছি। ’

অপু বিশ্বাস তার কাজ সম্পর্কে বলেন, ‘আমি চাইবো আবার কাজে ফিরি। দর্শক চাইলে সেটা সম্ভব হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।