ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কানের পথে দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
কানের পথে দীপিকা দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (১৪ মে) মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা গেছে তাকে।

বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের দীপিকা জানান, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমনটি হচ্ছে। কেননা কানের লালগালিচায় পা রাখার স্বপ্ন প্রতিটি মেয়ের থাকে।

আমি এখন শুধু অপেক্ষা করছি। এর আগে একবার আমি কানের লালগালিচায় হেঁটেছি। এটি এমন একটি জায়গা যেখানে অনেক ইতিবাচক জিনিস থাকে। এছাড়া অসাধারণ কিছু ছবিও দেখা যায়। ’

লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে আগামী ১৭ এবং ১৮ মে কানের লালগালিচায় হাঁটবেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। কান উৎসব আগামী ১৭ মে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত।

বাংলাদেশ  সময়: ১৪০৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।