ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কানের লাল গালিচায় এ আর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
কানের লাল গালিচায় এ আর রহমান এ আর রহমান (ছবি: সংগৃহীত)

আর মাত্র দু’দিন পরই (১৭ মে) বসছে ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭০তম আসর। এই বিশাল আয়োজনের লালগালিচায় হাঁটবেন হলিউড ও বলিউডের নামি-দামি তারকারা। দেখানো হবে অনেক ছবি। সেখানেই অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের বিশিষ্ট সংগীত পরিচালক এ আর রহমান।
 

কানের ৭০তম আসরে আলো ছড়াবেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন ও অ্যামি জ্যাকসন। এ কথা সবারই জানা।

এবার শোনা যাচ্ছে, তাদের সঙ্গে আরও দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান ও অভিনেত্রী শ্রুতি হাসানকে।

কানের লালগালিচায় হাঁটা প্রসঙ্গে অস্কারজয়ী এই শিল্পী জানান, ‘কানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

জনপ্রিয় এই সংগীতশিল্পীর পাশাপাশি কানে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। কেননা শ্রুতি অভিনীত ‘সঙ্গমিত্র’ ছবি দেখানো হবে কানে। এ ছবিরই সংগীত পরিচালক রহমান। ১৭ মে শুরু হয়ে কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।