এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসতে শুরু করেছেন ফ্রান্সের দক্ষিণ সমুদ্রতীরবর্তী শহর কানে। যেখানে দেখা যাবে হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতাদের।
৭০তম কান চলচ্চিত্র উৎসব ১৭ মে শুরু হয়ে চলবে আগামী ২৮ মে পর্যন্ত। কানের বুলেভার্ড দে লা ক্রোয়েসেটে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। সিনেমার বিশেষ প্রদর্শনী, লালগালিচা ও জমকালো পার্টির মাধ্যমে উদযাপিত হবে এ উৎসব।
বিচারকের তালিকায় আছেন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, ‘এক্স-মেন’ তারকা ফ্যান বিংবিং, ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেন্তিনো, ফরাসি অভিনেত্রী-গায়িকা অ্যাগনেস জাউই, জার্মান নারী নির্মাতা মারেন আদে, দক্ষিণ কোরীয় চলচ্চিত্রকার পার্ক চ্যান-উক ও ‘দ্য ইংলিশ প্যাশেন্ট’ ছবির জন্য অস্কারজয়ী ফরাসি সংগীত পরিচালক গ্যাব্রিয়েল ইয়ারেদ।
এ বিচারকদের সিদ্ধান্তে চূড়ান্ত হবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয়ী ছবি। বুধবার দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) এই বিচারকরা হাজির হবেন সংবাদ সম্মেলনে। ৭০তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি ছবি।
আনসার্টেন রিগার্ড বিভাগের এবার নির্বাচিত হয়েছে ১৭টি ছবি। এতে জুরি প্যানেলের সভাপতি হলিউড অভিনেত্রী উমা থারম্যান। শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল বিচারক রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ। ক্যামেরা দ’র বিভাগে বিচারকদের সভাপতি ফরাসি অভিনেত্রী সনদ্রিন কিবারলিয়েন। তাদের প্রত্যেকের নেতৃত্বে পৃথকভাবে বিচারকদের দায়িত্ব পালন করবেন কয়েকজন খ্যাতিমান।
এবারের আসরে দেখানো হবে ১২টি ছবি। এর মধ্যে রয়েছে ‘ইসমায়েল’স গোস্টস’, ‘ফ্রেশ অ্যান্ড সেন্ড’, ‘জেনেট: দ্য চাইল্ডহুড অব জোয়ান অব এআরসি’, ‘দ্য স্কয়ার’, ‘ওঁকজা’, ‘দ্য বেগুইল্ড’, ‘হ্যাপি অ্যান্ড’, ‘ওয়ান্ডার স্ট্রাক’, ‘দ্য কিলিং অব সেক্রেট ডিয়ার’, ‘লাভলেস’, ‘ইনকনভেনিয়েন্ট সিক্যুয়েল: ট্রুথ অব পাওয়ার’ ও ‘১২০ বিটস পার মিনিট’ ছবিগুলো।
এবারের উৎসবে লালগালিচায় হাঁটবেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, নিকোল কিডম্যান, জুলিয়ান মুর, ক্রিস্টেন স্টুয়ার্ট, এলে ফ্যানিং, এলিজাবেথ মস, টিলডা সুইনটন, জেক গিলেনহাল এবং মারিয়ান কোটিলার্ডের মতো তারাকারা উপস্থিত থাকবেন। পপ তারকা রিয়ান্নাকেও দেখা যেতে পারে।
শুধু ছবি নয়, টেলিভিশনের বিষয়েও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের উৎসবে এলিজাবেথ মস, নিকোল কিডম্যান অভিনীত ‘টপ অব দ্য লেক : চায়না গার্ল’ এবং ডেভিড লিঞ্চ পরিচালিত ‘টুইন পিক’-এর দিকে নজর থাকবে সবার।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিএসকে/এসও