ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

দীপিকার ট্রিপল লুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
দীপিকার ট্রিপল লুক দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ কারণেই হয়তো ট্রিপল লুক নিয়ে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে হাজির হয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেই বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) ৭০তম কান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ আয়োজন উপস্থাপনা করেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

এদিন লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে কানের লালগালিচায় হাঁটেন দীপিকা পাড়ুকোন। এসময় দীপিকার পরণে ছিলো গাঢ় বেগুণি রঙা পোশাক, জিমি চো’র জুতা ও ডি গ্রিসিগোনোর গহনা।

এখানেই শেষ নয়, কানের লালগালিচায় লরিয়াল প্যারিসের হলিউড শুভেচ্ছাদূত জুলিয়ান মুর, সুজান সারানডন ও এলে ফ্যাননিংয়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে দীপিকাকে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।