ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

লালগালিচায় দ্যূতি ছড়ালেন মল্লিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
লালগালিচায় দ্যূতি ছড়ালেন মল্লিকা মল্লিকা শেরাওয়াত (ছবি: সংগৃহীত)

বুধবার (১৭ মে) কানের ৭০তম আসরের উদ্বোধনী দিনে লালগালিচায় হাজির হয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। ফরাসি ছবি “ইমানুয়েল’স গোস্ট” দেখতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রী।

ডিজাইনার জিওর্জেস হোবেইকার সাজানো গাউন ও মেসিকা জোয়াইয়েরির বানানো হার পরে  কানের লালগালিচায় পা মাড়িয়েছেন মল্লিকা। তবে চমকপ্রদ ব্যাপার হলো- গত বছরও একই ডিজাইনারের পোশাক বেছে নিয়েছিলেন ‘মার্ডার’খ্যাত এই তারকা।

কানের লালগালিচায় হাঁটা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মল্লিকা জানান, ‘নিজেকে রানীর মতো লাগছে!’ এছাড়া ডিজাইনারদের ধন্যবাদ জানান তিনি।

১২ বছর আগে ‘দ্য মিথ’ ছবির প্রচারণা করতে কান শহরে এসেছিলেন মল্লিকা। সেসময় তার সঙ্গে ছিলেন মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যান। এরপর থেকে নিয়মিত সাগরপাড়ের শহরটিতে আসছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।