ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হ্যাটট্রিকে স্বস্তি শাকিব খানের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
হ্যাটট্রিকে স্বস্তি শাকিব খানের  শাকিব খান, ছবি: বাংলানিউজ

হ্যাটট্রিক করলেন চিত্রনায়ক শাকিব খান। তৃতীয়বারের মতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১৮ মে) তথ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে জানা গেছে ২০১৫ সালের জন্য শাকিব যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। 

কিছুদিন ধরে কিং খানের সময়টা ভালো যাচ্ছে না। সমালোচনা যেন পিছু ছাড়ছিলো না।

অবশেষে জাতীয় স্বীকৃতি কিছুটা হলেও স্বস্তি দেবে তাকে!

এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার যাচ্ছে শাকিবের ঘরে। একই পুরস্কার যৌথভাবে পাচ্ছেন মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী)।  

এর আগে শাকিব খান ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘খোদার পরে মা’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় এই সম্মাননা পেয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসও/এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।