পারিবারিক সূত্র জানায়, শহীদ মিনার থেকে লাশ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখান বাদ জোহর জানাযা হবে।
বুধবার (৩০ আগস্ট) সকালে মৃত্যুর পর আব্দুল জব্বারের মরদেহ মোহাম্মদপুর বাবর রোডে নিয়ে যাওয়া হয় কাফন করানোর জন্য। সেখান থেকে রাজধানীর ভূতের গলিতে নিজ বাসায় নেওয়া হয়। পরে বারডেম হাসপাতালের শবহিমাঘরে রাখা হয় মরদেহ।
সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল জব্বার। মৃত্যুর খবর শুনে সকালে হাসপাতালে ছুটে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসও