এর গল্পে দেখা যায়, সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে মিগুয়েল। কিন্তু তার পরিবার থেকেই গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা আছে।
অ্যামি অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে সেরা ছবি-সহ সর্বাধিক পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো 'কোকো'। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ও প্রডিউচার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ‘কোকো’।
সেরা মৌলিক গান বিভাগেও পুরস্কার জিতেছে ‘কোকো’। এর শিরোনাম ‘রিমেম্বার মি’। এটি গেয়েছেন মিগুয়েল ও নাটালি লাফোরকেড। গানটি তৈরি করেছেন ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ।
এবারের অস্কারে অ্যানিমেটেড ছবির বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেডউইনার’, ‘ফার্ডিন্যান্ড’ ও ‘লাভিং ভিনসেন্ট’।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
বাংলাদেশ সময় : ০৮৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
বিএসকে