ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতার এক সপ্তাহ পর বাংলাদেশে ‘চালবাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
কলকাতার এক সপ্তাহ পর বাংলাদেশে ‘চালবাজ’ শাকিব খান ও শুভশ্রী

অবশেষে দেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘চালবাজ’। প্রথমে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হয়েছিলো। কিন্তু বাংলাদেশের যৌথ প্রযোজনা চিত্রনাট্য পরীক্ষণ কমিটির অনুমতি না মেলায় বিনিময় নীতিমালায় আগামী ২৭ এপ্রিল এটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

‘চালবাজ’ আমদানি করেছে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্স। সাফটা চুক্তিতে ছবিটির বিপরীতে কলকাতায় গিয়েছে পুরানো ছবি ‘অজান্তে ভালোবাসা’।

এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে শাকিব-শুভশ্রী জুটির ‘চালবাজ’। বাংলাদেশে এটি আমদানি করছেন প্রযোজক ও পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির হল বুকিংও।

মঙ্গলবার (২৪ এপ্রিল) এ প্রসঙ্গে লিপু বাংলানিউজকে বলেন, সকল প্রকার অনুমতি পাওয়ায় ছবিটি মুক্তি দিচ্ছি। শুক্রবার (২৭ এপ্রিল) সারাদেশে ‘চালবাজ’ মুক্তি পাবে। এখন হল বুকিং চলছে। শতাধিক হলে মুক্তির প্রস্তুতি নিচ্ছি। তবে কতো হলে মুক্তি দেবো তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। আশা করছি বুধবার (২৫ এপ্রিল) রাতের মধ্যে চূড়ান্ত হলের সংখ্যা জানাতে পারবো।

শুধু অনলাইন ছাড়া ছবিটির মুক্তিকে ঘিরে কোনো রকম প্রচারণার পরিকল্পনা নেই আমদানিকারকের। এ প্রসঙ্গে ‘ব্ল্যাক’খ্যাত এই নির্মাতা বলেন, ‘ছবির প্রচারণা নিয়ে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাছাড়া শাকিব খান বুধবার অন্য ছবির শুটিংয়ে কলকাতায় যাচ্ছেন। তাই ছবিটি মুক্তির সময় তাকে পাচ্ছি না। তবে অনলাইনে আমরা যতোটুকু সম্ভব প্রচারণা চালাবো। ’

শুরুতে ছবিটির পরিচালক ছিলেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি। কিন্তু এখন পরিচালক হিসেবে শুধু রয়েছে জয়দীপ মুখার্জির নাম। এটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।

শাকিব-শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন সুব্রত, রেবেকা, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

গত ২০ এপ্রিল কলকাতার ৯৩ হলে ‘চালবাজ’ মুক্তি পায়। সেখানে মুক্তির এক সপ্তাহ পর বাংলাদেশে ছবিটি মুক্তি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।