ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৪ মে মুক্তি পাচ্ছে নিপুণের ‘ধূসর কুয়াশা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
৪ মে মুক্তি পাচ্ছে নিপুণের ‘ধূসর কুয়াশা’ নিপুন/ ছবি: বাংলানিউজ

দু’দফায় আটকে ছিলো সেন্সর বোর্ডে। শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে ছাড়পত্র পায় উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’। এবার নির্মাতা ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করলেন।

শুক্রবার (২৭ এপ্রিল) পরিচালক উত্তম আকাশ বাংলানিউজকে জানান, এক সপ্তাহ পর অর্থাৎ আগামী ৪ মে ‘ধূসর কুয়াশা’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

উত্তম আকাশ বলেন, “ধূসর কুয়াশা’র প্রযোজক ও আমি আলোচনা করে ৪ মে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এখন প্রচারণা ও প্রেক্ষাগৃহ বুকিংয়ের প্রস্তুতি নিচ্ছি। ”

২০১৭ সালের জুলাইয়ে সেন্সরবোর্ডে জমা পড়েছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুনের ‘ধুসর কুয়াশা’ ছবিটি। কিন্তু তখন সেন্সর বোর্ড বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়। পরবর্তীতে পরিমার্জন করে ছবিটি পুনরায় জমা দেওয়া হয়।

কিন্তু তখন তাতেও কাজ হয়নি। দ্বিতীয়বার দেখার পর ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। এরপর সকল জটিলতা কাটিয়ে গত ৩১ জানুয়ারি ছবিটিকে সেন্সর বোর্ড ছাড়পত্র প্রদান করে।

ত্রিভুজ প্রেমের গল্পের ছবিটিতে নিপুনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক মাহবুবুর রশিদ মুন্না। আরও আছেন পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।