ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

তারা 'উন্মাদ'  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
তারা 'উন্মাদ'   'উন্মাদ' নাটকের একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

সম্প্রতি নেপালে চিত্রায়ন হয়েছে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনির পরিচালনায় খণ্ড নাটক 'উন্মাদ'। এতে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মৌসুমি হামিদ, অবাক, পীরজাদা হারুন, রিমি করিম , সানিতা, মনিরুল ইসলাম মনির প্রমূখ। 

নাটকের গল্পে দেখা যাবে, রাফিদ, ফারিন, নিঝুম ও অরণ্য চারজন খুব ভাল বন্ধু। তাদের এই গ্রুপ বা গ্যাংয়ের নাম ম্যাডনেস।

কোন বন্ধু-বান্ধব তাদের গ্রুপে আসতে পারে না। গ্যাং এর সবাই খুব অ্যাডভেঞ্চার প্রিয়। দেশের প্রায় সব জায়গা তাদের ঘুরে বেড়ানো শেষ। তাই প্রথমবারের মত তারা দেশের বাইরে (নেপালে) এসেছে ভ্রমনে।  

সবাই খুব আনন্দিত, অনেক পরিকল্পনা সবার মাথায়- কি করবে তা নিয়ে। নেপালে পা দেওয়ার পর থেকেই তাদের উন্মাদনা শুরু হয়ে যায়। সেলফি তোলা, ছোটাছুটি করা, আনন্দে মাতোয়ারা- এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকটি শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৯ টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে বলে র্নিমাতা নাজমুল রনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।