ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’র প্রকাশনা উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’র প্রকাশনা উৎসব ‘মেঘের চিঠি’র প্রকাশনা উৎসবে অতিথিরা। ছবি: রাজীন চৌধুরী

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানের একটি রেস্টুরেন্টে তারকাদের উপস্থিতিতে সম্পন্ন হলো বাপ্পা মজুমদার-সুস্মিতা আনিস’র ‘মেঘের চিঠি’র প্রকাশনা উৎসব।

‘মেঘের চিঠি পাঠিয়ে দিলাম তোমার ঠিকানায়-এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর-সঙ্গীত করেছেন বাপ্পা নিজেই।

মিক্স মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’র প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন-হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, অর্ণব, কণা, এলিটা, মাহাদী, মিনার প্রমুখ। উপস্থিত সকলেই ‘মেঘের চিঠি’ শিরোনামের গানটির অডিও-ভিডিওর প্রশংসা করেছেন।

গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিস।

গানটির ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর খান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন বাপ্পা-সুস্মিতা।

‘মেঘের চিঠি’ প্রকাশিত হয়েছে সুস্মিতা আনিস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং নিউ মিউজিক কোম্পানি থেকে।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
ওএফবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।