এর মধ্যে রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে মাতাবে চিরকুট। এরপর ১৩ ফেব্রুয়ারি সারপ্রাইজ পারফরম্যান্স, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রবীন্দ্র সরোবর’- এ, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় জগন্নাগ বিশ্ববিদ্যালয়ে এবং ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতাবে দেশের অন্যতম সেরা এই ব্যান্ডটি।
এর আগে- গাজীপুর, মুন্সীগঞ্জ, সাভার ক্যান্টনমেন্ট, ডেন্টিস এক্সপো এবং নরসিংদীতে শো করে চিরকুট।
এ প্রসঙ্গে চিরকুট ভোকালপ্রধান শারমিন সুলতানা সুমি বাংলানিউজকে বলেন, সম্প্রতি শো নিয়েই ব্যস্ততা যাচ্ছে। সামনে আরও বেশকিছু কনসার্টে অংশ নেবো আমরা। এছাড়া সামনে দেশের বাইরেও আমরা গান করতে যাচ্ছি। যথা সময়ে এ বিষয়ে সবাইকে অবগত করবো। আপাতত চলতি মাসের কনসার্টগুলো ভালোভাবে সম্পন্ন করি।
এদিকে দেশের বাইরে কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা উৎসব ২০১৯’-এ সর্বশেষ গান করে চিরকুট। তিন দিনের এই উৎসবের দ্বিতীয় দিন (৫ জানুয়ারি) নিজেদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মনোমুগ্ধ পরিবেশনা উপহার দেন জনপ্রিয় এই ব্যান্ডদল।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ওএফবি