অন্যদিকে নওশীন ভুগতে থাকেন মানসিক যন্ত্রণায়। তিনি মনে করতে পারেন না এ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ কী? শুধু এটুক মনে করতে পারেন, কোনো এক আঁধার রাতে বাসায় ফেরার পথে কিছু ছিনতাইকারী তাকে অজ্ঞান করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
আসিফ-নওশীনের এমন দূরত্ব তৈরি ও এর পেছনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘নিঃশব্দ বিচরণ’ টেলিফিল্ম। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কল্যাণ কোরাইয়া, ঈশানা, তানিয়া রিতু এবং সুমন আহমেদ বাবু ।
আলী সুজনের গল্প এবং মম রুবেলের নাট্যরূপে টেলিফিল্মটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এ প্রসঙ্গে নির্মাতা সেলিম বাংলানিউজকে বলেন, কাউকে ভুল বোঝার আগে সে অপরাধী কি-না, তা আমরা যাচাই না করেই তাকে শাস্তি দেই। আর এতে একটি পরিবার বা একজন মানুষের জীবন যে কতোটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়, তা টেলিফিল্মটির গল্পে দেখানো হয়েছে ।
আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৫৫ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে এটিএন বাংলায়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমআরএ/এইচএ/