ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

আসছে শিরোনামহীনের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আসছে শিরোনামহীনের নতুন গান শিরোনামহীন

নতুন গান নিয়ে আসছে দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীন। গানের শিরোনাম ‘এই অবেলায়’।

সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন/প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ/কখনো অভিমান, অবাধ্য পিছুটানে/জানিনা কি কষ্টে এই অবেলায়/তবুও নির্বাসন বাসর সাজিয়ে, ঠোটে চেপে ধরা থাক ভালোবাসা- এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের প্রধান সদস্য জিয়াউর রহমান। সুরে কাজী শাফিন আহমেদ।

শিরোনামহীনঈদ উপলক্ষ্যে ‘এই অবেলায়’ প্রকাশ পাবে বলে শিরোনামহীন ভোকালিস্ট শেখ ইশতিয়াক বাংলানিউজকে জানিয়েছেন। এছাড়া গানটি নিয়ে জিয়াউর রহমানসহ ব্যান্ডের অন্যান্য সদস্যরা শুক্রবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

‘এই অবেলায়’ গানের পোস্টারতৈরি হচ্ছে ‘এই অবেলায়’র দারুণ গল্পনির্ভর ভিডিও। গল্প ভাবনা ব্যান্ডটির সদস্য ও গানটির সুরস্রষ্টা কাজী শাফিন আহমেদের। তবে গান প্রকাশের আগে গল্প শেয়ার করতে নারাজ তারা।

গান ভিডিও ‘এই অবেলায়’ প্রকাশ পাবে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
ওএফবি

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।