এরইমধ্যে শ্যামলীর একটি স্টুডিওতে ব্যান্ড সদস্যদের পারফর্মমেন্স অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এছাড়া গান-গল্পের বাকী অংশে শুটিং হয়েছে ধানমন্ডি ও দিয়াবাড়ীর দৃশ্যায়নে।
ইশতিয়াক আরও বলেন, চূড়ান্ত না হলেও ২৫ রোজার মধ্যে গান ভিডিও প্রকাশের সম্ভবনা বেশি। শুটিংয়ের পরেও তো আরও অনেক কাজ থাকে। তাই আপাতত গান ভিডিওর কাজেই শ্রম দিচ্ছি। আর দারুণ একটা গল্পে তৈরি হচ্ছে ‘এই অবেলায়’র ভিডিও। এখনই গল্প বলা বারণ। আমার চাই, প্রকাশের পরই সবাই তা জানুক।
সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন/প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ/কখনো অভিমান, অবাধ্য পিছুটানে/জানিনা কি কষ্টে এই অবেলায়/তবুও নির্বাসন বাসর সাজিয়ে/ঠোটে চেপে ধরা থাক ভালোবাসা- এমন কথার গানটি লিখেছেন শিরোনামহীনের প্রধান সদস্য জিয়াউর রহমান। সুর ও গল্প ভাবনায় কাজী শাফিন আহমেদ। ভিডিও নির্মাণ করছেন ব্যান্ডটির ‘বন্ধ জানালা’ গানের নির্মাতা মীর শরীফুল করিম শ্রাবণ।
আসছে ঈদ আয়োজনে ‘এই অবেলায়’ প্রকাশ পাবে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৯
ওএফবি