ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সার্ফিং নিয়ে স্টার সিনেপ্লেক্সের সিনেমা ‘ন ডরাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
সার্ফিং নিয়ে স্টার সিনেপ্লেক্সের সিনেমা ‘ন ডরাই’ ‘ন ডরাই’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিতিরা

অবশেষে জানা গেলো সার্ফিং নিয়ে নির্মিত নবাগত পরিচালক তানিম রহমান অংশুর সিনেমার নাম। স্টার সিনেপ্লেক্স ফিল্ম প্রযোজিত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ন ডরাই’। চলতি বছরের অক্টোবরে এটি মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘ন ডরাই’র পোস্টার উন্মোচন এবং মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল’সহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকে।

‘ন ডরাই’র পোস্টারে সুনেরা বিনতে কামালঅনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। সার্ফিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি একজন নারী হয়েও কীভাবে করা হয়েছে, সিনেমাটিতে তাই দেখানো হবে। আমাদের কাজ একেবারেই শেষ। এখন সেন্সরে সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর ইচ্ছে আছে আগামী অক্টোবরে ‘ন ডরাই’ মুক্তি দেওয়ার।

সুনেরাহ বিনতে কামাল বলেন, সিনেমায় আমি একদম নতুন। ছোটবেলা থেকে আমার অভিনয়ের শখ ছিলো। এবার সেটা পূরণ হলো। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েয়ে। আমার বিশ্বাস দর্শকদের সিনেমাটি ভালো লাগবো।

কলকাতার অভিনেতা দেবের ‘বুনোহাঁস’ ও বলিউডের ‘পিংক’র চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।