নিজের ৪৮তম জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন তিনি। তবে ভোর হতেই ছুটি কাটাতে কানাডায় উড়াল দিলেন ‘হালদা’খ্যাত এই অভিনেতা।
![মায়ের মুখে কেক তুলে দিচ্ছেন মোশাররফ করিম](https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/Mossarraf-Karim-and-his-220190822165549.jpg)
এদিকে বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে বনানীর একটি রেস্টুরেন্টে এক্সট্রা পিআরের পক্ষ থেকে কেক কাটেন মোশাররফ করিম। তারপর রাত ১২টায় পরিবারের পক্ষ থেকে তার কেক কাটার আয়োজন হয়।
সেসময় মোশাররফ করিম তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভক্তদের কাছ থেকে নিজের ও পরিবারের জন্য দোয়া চান।
মোশাররফ করিমকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার এক ভক্ত বলিউডের ‘ফ্যান’ সিনেমার ‘জাবরা’ গানের অনুকরণে একটি ভিডিও গান তৈরি করে চমক দিয়েছেন। ভিডিওটি অনেকের নজরে এসেছে। ১৯৭১ সালের ২২ আগস্ট ঢাকায় জন্ম নেয় মোশাররফ করিম। তার বেড়ে ওঠা বরিশালের পিঙ্গলাকাঠী গ্রামে। সেখান থেকে ঢাকায় এসে থিয়েটার চর্চা ও টেলিভিশনে অভিনয় শুরু করেন। তারপর গত এক যুগ ধরে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন তিনি।
এবার ঈদুল আহায় ‘আশ্রয়’সহ বেশকিছু নাটকের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
জেআইএম