ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হবু শ্বশুরের জন্য পার্টি দিচ্ছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
হবু শ্বশুরের জন্য পার্টি দিচ্ছেন আলিয়া ভাট

১১ মাস ১১ দিন পর নিজ দেশে ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। ক্যান্সার থেকে মুক্তি পেয়েই যুক্তরাষ্ট্র থেকে ভারত ফিরেছেন তিনি। তার সুস্থতায় স্বস্তি প্রকাশ করে বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন।

দেশে ফেরার পর ঋষি কাপুরের সৌজন্যে কাপুর পরিবারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ডিনার পার্টির আয়োজন করা হচ্ছে। তার স্ত্রী নিতু কাপুর সে সময়কার কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

   

এদিকে ঋষি কাপুরের জন্য অভিনেত্রী আলিয়া ভাট নাকি পার্টি দিচ্ছেন। আলিয়া প্রায় দুই বছর ধরে ঋষিপুত্র রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন। তাদের বিয়ের ব্যাপারেও দুই পরিবারের সম্মতি আছে বলে জানা যায়। আর তাই ‘কলঙ্ক’খ্যাত এই অভিনেত্রী তার বাবা মহেশ ভাটের বাড়িতে এই পার্টির আয়োজন করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।  

বর্তমানে আলিয়া ভাট ও রণবীর কাপুর আফ্রিকান সাফারিতে ছুটি কাটাচ্ছেন। ২০২০ সালের এই জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।