সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমাটির এরই মধ্যে ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। কেবল কারাগারের অভ্যন্তরের কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল।
‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, উত্তম গুহ, রাজীব সালেহীন, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, দেবাশীষ ঘোষ, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, স্বপন গুহসহ অনেকে।
সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসেবে রয়েছে মাহবুবুর রহমান খান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীত করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালনায় রয়েছেন রানা মাসুদ ও সগীর মোস্তফা।
জানা যায়, চলতি বছর ডিসেম্বরে ‘রূপসা নদীর বাঁকে’ মুক্তি পেতে পারে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
জেআইএম