ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন ওলিজা, নানা হচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
মা হচ্ছেন ওলিজা, নানা হচ্ছেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকন্যা ওলিজা মনোয়ারের ঘরে আসছে নতুন অতিথি। প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।

রোববার (১০ নভেম্বর) স্বামী অর্পণের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে সুখবরটি ওলিজা নিজেই জানিয়েছেন। লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌।

’ ছবিতে ওলিজার বেবি বাম্পও দেখা যাচ্ছে।  

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ। নানা সময় এ দম্পতি দেশ-বিদেশ ঘুরে বেড়ান এবং সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন ফেসবুকে।

আরও পড়ুন>> প্রথমবার নানা হয়ে উচ্ছ্বসিত ডিপজল

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে তিনি পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।  

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন ওলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১৯ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।