ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০১৯: সেরাদের তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০১৯: সেরাদের তালিকা সেরা ড্রামা হিসেবে এমি জিতেছে যুক্তরাষ্ট্রের ‘ম্যাকমাফিয়া’

যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস ২০১৯’ প্রদান করা হয়েছে। এবার সেরা আন্তর্জাতিক ড্রামা সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিবিসির ‘ম্যাকমাফিয়া’। 
 

সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হিল্টনে এই পুরস্কার দেওয়া হয়। ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতি বছর এ পুরস্কার প্রদান করে থাকে।

‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০১৯’ পেলেন যারা:

সেরা ড্রামা সিরিজ: ‘ম্যাকমাফিয়া’, যুক্তরাজ্য
সেরা মুভি/মিনিসিরিজ: ‘সেফ হারবার’, অস্ট্রেলিয়া
সেরা কমেডি সিরিজ: স্পেসাল ডি নাতাল পোর্তা দোস ফুন্ডোস (দ্য লাস্ট হ্যাংওভার), ব্রাজিল
সেরা অভিনেতা: হালুক বিলগিনার (‘শাহসিয়েত’, তুরস্ক)
সেরা অভিনেত্রী: মারিনা গেরা (‘ওরোক টেল’, হাঙ্গেরি)
সেরা সংক্ষিপ্ত সিরিজ: ‘হ্যাক ইন দ্য সিটি’, ব্রাজিল
সেরা আর্টস প্রোগ্রামিং: ‘ড্যান্স অর ডাই’, নেদারল্যান্ডস
ননস্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম: ‘দ্য রিয়েল ফুল মন্টি: লেডিস নাইট’, যুক্তরাজ্য
সেরা ডকুমেন্টারি: ‘বেলিংক্যাট – ট্রুথ ইন অ্যা পোস্ট-ট্রুথ ওয়ার্ল্ড’, নেদারল্যান্ডস
সেরা টেলিনোভেল: লা রেইনা ডেল ফ্লো (দ্য কুইন অব ফ্লো)
নন-ইংলিশ ল্যাংগুয়েজ ইউ.এস প্রাইমটাইম প্রোগ্রাম: ফ্যালকো
সম্মানসূচক অ্যাওয়ার্ডস: ডেভিড বেনিয়ফ ও ডি.বি ওয়েস (গেম অব থ্রোনস) এবং ক্রিস্টিয়েন অ্যামানপোর (সিএনএন)

এ বছর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জন্য ১১টি ক্যাটাগরিতে বিশ্বের ২১টি দেশ হতে ৪৪টি প্রোগ্রাম মনোনয়ন পায়।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।