ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুনশ্চ দ্য পুসিক্যাট ডলস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
পুনশ্চ দ্য পুসিক্যাট ডলস দ্য পুসিক্যাট ডলস সদস্যরা

এক দশক পর পুনর্মিলিত হয়েছেন এক সময়ের সাড়া জাগানো দ্য পুসিক্যাট ডলস সদস্যরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যে ‘দ্য এক্স ফ্যাক্টর: সেলিব্রিটি’ অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে তারা আমন্ত্রিত হয়ে নাচে-গানে দর্শক মাতান। 

অনুষ্ঠানটিতে পুসিক্যাট ডলস সদস্যরা তাদের নতুন গান ‘রিঅ্যাক্ট’ পরিবেশন করেন। সেইসঙ্গে তাদের পুরনো দিনের একক গানগুলোর সমন্বয়ে মিশ্রিত ধারায় গানগুলো পরিবেশন করেন।

 

শনিবারে পরিবেশিত অনুষ্ঠানে ‘বাটনস’, ‘হোয়েন আই গ্রো আপ’, ‘ডোন্ট চা’ ও ‘রিঅ্যাক্ট’ শিরোনামের গানগুলো রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে দ্য পুসিক্যাট ডলস। তুমুল জনপ্রিয় এই নাচ-গানের দলটি ২০১০ সাল পর্যন্ত সক্রিয় ছিল।  

যুক্তরাজ্যে চলতি ‘এক্স ফ্যাক্টর’ রিয়েলিটি শো’র অন্যতম বিচারক নিকোল শারজিঙ্গার কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন পুসিক্যাট ডলসদের আগমনের কথা। আর তখন থেকেই প্রতীক্ষার প্রহর গুনছিলেন পুসিক্যাটের অগণিত ভক্তরা তাদের পছন্দের তারকাদের আবারও মঞ্চে দেখার জন্য।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।