ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম-বিরহ আর মুক্তিযুদ্ধের গল্পে ‘তোমার স্মৃতিটুকু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
প্রেম-বিরহ আর মুক্তিযুদ্ধের গল্পে ‘তোমার স্মৃতিটুকু’ লিজা

বেশ ভালোই সময় কাটছে ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজার। দেশ-বিদেশে নিয়মিত কনসার্টের পাশাপাশি গান করছেন অডিও-প্লেব্যাকেও। তারই ধারাবাহিকতায় নতুন গান-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।

লিজার কণ্ঠের নতুন গানের শিরোনাম ‘তোমার স্মৃতিটুকু’।  রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন।

সংগীতায়োজনে সাজিদ সরকার।  

প্রেম, রিবহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ । এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল।

লিজাএই গান প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি, মনের মতো একটা গান করার চেষ্টা করেছি। শ্রোতার পছন্দের সঙ্গে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দিবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান ‘তোমার স্মৃতিটুক’। ’

রোববার (১৫ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘তোমার স্মৃতিটুকু’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।