ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

এক নজরে ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
এক নজরে ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে ৬ জানুয়ারি সকালে (স্থানীয় সময় ৫ জানুয়ারি রাত) অনুষ্ঠিত হলো বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর।

হলিউড প্রেস এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে হলিউড, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সেরা কাজগুলোকে প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হলো। আজীবন সম্মাননা হিসেবে হলিউড কিংবদন্তি এবং অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড।

বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা রিকি গেরভাইজ।

এক নজরে দেখে নেয়া যাক ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের

সিনেমা বিভাগ
সেরা সিনেমা (ড্রামা): ১৯১৭
সেরা সিনেমা (কমেডি/মিউজিক্যাল): ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’।
সেরা সিনেমা (অ্যানিমেটেড): মিসিং লিংক
সেরা বিদেশি ভাষার সিনেমা: প্যারাসাইট (কোরিয়া)
সেরা অভিনেতা (ড্রামা): হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী (ড্রামা): রেনি জেলওয়েজার (জুডি)
সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): ট্যারন এগারটন (রকেটম্যান)
সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): আকোফিনা (দ্য ফেয়ারওয়েল)
সেরা পরিচালক: স্যাম মেন্ডেজ (১৯১৭)
সেরা চিত্রনাট্যকার: কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)
সেরা সংগীত পরিচালক: হিলদুর গুনাদোতির (জোকার)
সেরা গান: এলটন জন ও বার্নি টোপিন (আই অ্যাম গোন্না লাভ মি এগেইন)

টেলিভিশন বিভাগ
সেরা সিরিজ (ড্রামা): সাকসেশন 
সেরা সিরিজ (কমেডি/মিউজিক্যাল): ফ্লিব্যাগ 
সেরা টেলিভিশন সিরিজ/মুভি: চেরনোবিল
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): ব্রায়ান কক্স (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): রামি ইউসুফ (রামি)
সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): ফোব ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/মুভি): মিশেল উইলিয়ামস, (ফোসে/ভেরডন) 
সহ-অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)
সহ-অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/মুভি): প্যাট্রিসিয়া আর্কেট (দ্য অ্যাক্ট)

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

আরও পড়ুন> গোল্ডেন গ্লোবে আজীবন সম্মাননা পেলেন টম হ্যাঙ্কস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।