সম্প্রতি তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য শরীরে জরুরি অস্ত্রোপচার করতে হচ্ছে তার।
এ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুমন। সেখানে তিনি লেখেন, আমার শরীর ভালো না। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখে এ জার্মানি যাচ্ছি সার্জারির জন্য, যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদি নয়। সার্জারি অসফল হলে আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন।
ক্যানসার ও দুর্ঘটনার জন্য এরই মধ্যে সুমনের শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছিল। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচারের দরকার হলো।
গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে গিয়ে মেরুদণ্ডের সর্বশেষ অপারেশন করিয়েছিলেন সুমন।
এদিকে সম্প্রতি ইউটিউবে এসেছে সুমনের নতুন গান ‘প্রথম’। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’- এ গানটি ব্যবহৃত হয়েছে। এটিই তার প্রথম প্লেব্যাক।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ওএফবি