ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ‘জস’ অভিনেত্রী লি ফিয়েরো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ‘জস’ অভিনেত্রী লি ফিয়েরো

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা ‘জস’-এ মিসেস কিন্টনার চরিত্রের অভিনেত্রী লি ফিয়েরো করোনা সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন। ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ওহিওতে তিনি মারা যান।

আইল্যান্ড থিয়েটার ওয়ার্কশপের পরিচালক ও পৃষ্ঠপোষক হিসেবে ২৫ বছর কাজ করেছেন লি ফিয়েরো। এই থিয়েটারের বোর্ড প্রেসিডেন্ট কেভিন রিয়ান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

লি ফিয়েরো

কেভিন রিয়ান বলেন, আমরা প্রচণ্ডভাবে তার অভাববোধ করব। ভাইনইয়ার্ডে তিনি ৪০ বছর কাটিয়েছেন। ৩০ বছর ধরে আমি তার সঙ্গে কাজ করেছি।

১৯৭৫ সালের ‘জস’ এবং ১৯৮৭ সালের ‘জস: দ্য রিভেঞ্জ’ সিনেমায় মিসেস কিন্টনার চরিত্রে অভিনয় করেন লি ফিয়েরো। এছাড়া মূলত আইল্যান্ড থিয়েটার ওয়ার্কশপেই কাজ করেছেন তিনি। তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।