ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রমজানে ঘরে থেকেই নামাজ পড়ুন: জাভেদ আখতারের আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
রমজানে ঘরে থেকেই নামাজ পড়ুন: জাভেদ আখতারের আহ্বান

করোনা মহামারিতে নাকাল বিশ্বের নাগরিক। এই সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প নেই। তাই ভক্ত-অনুরাগীদের প্রতি বার বার ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও।

সামনেই আসছে পবিত্র রমজান মাস। এই মাসেও সবাই যেন ঘরের বাইরে গিয়ে নামাজ পড়া থেকে বিরত থাকেন, সেই আহ্বান জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকবি জাভেদ আখতার।

রোববার (১৯ এপ্রিল) নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ওই ভিডিওতেই তার স্বামী জাভেদ আখতারকে তার বক্তব্য উপস্থাপন করতে দেখা যায়।  

ভিডিওতে জাভেদ আখতার ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আবেদন করেন, সবাই যেন রমজানের সময় ঘরে থেকে নামাজ পড়েন। পাশাপাশি এই কঠিন সময়ে যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলা করা না হয়, তাদের অসম্মান না করা হয়, সে বিষয়ে বার বার আহ্বান জানান তিনি।

শুধু তাই নয়, দেশব্যাপী লকডাউন মেনে ঘরে থাকলে তবেই কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করে জেতা যাবে বলে মত প্রকাশ করেন জাভেদ। ঘরে থেকে সবাই যাতে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেন এবং জয়ী হন, সে বিষয়ে বার বার আবেদন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।