ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গরিবদের খাদ্য সহায়তা দিলেন সেই রানু মণ্ডল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
গরিবদের খাদ্য সহায়তা দিলেন সেই রানু মণ্ডল খাদ্য সাহায্য দিচ্ছেন রানু মণ্ডল

একসময় তিনি নিজেই রেলস্টেশনে গান গেয়ে যা টাকা পেতেন তা দিয়ে কষ্টে পেট চালাতেন। তারপর ঘটনাচক্রে বলিউডে প্লেব্যাক করে বদলে গেছেন তিনি। না খেয়ে থাকার কষ্ট তার জানা। তাই এবার গরিবদের দুঃসময়ে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের রানাঘাটের সেই গায়িকা রানু মণ্ডল।

রেলস্টেশনে গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গান ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বলিউডের সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার নজরে পড়েন রানু মণ্ডল। তার গানের গলায় মুগ্ধ হিমেশ তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন।

 দিন বদলে যায় ভবঘুরে রানু মণ্ডলের। রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি।  

করোনা মোকাবিলায় ভারতজুড়ে লকডাউনের এই দুঃসময়ে সেই রানু মণ্ডলই এবার এগিয়ে এলেন গরিবদের সাহায্যের জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সহায়তা দানের ছবি।

জানা গেছে, রানাঘাটের কিছু গরিব মানুষকে নিজের সাধ্যমতো চাল, ডাল, ডিমসহ আরও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রানু মণ্ডল। সেই ছবিই উঠে এসেছে সামাজিক মাধ্যমে। রানুর এই মানবিক উদ্যোগ দেখে প্রশংসা করছেন সবাই।  

এদিকে শুধু হিমেশ রেশমিয়া নয়, জনপ্রিয় শিল্পী উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়েছেন রানাঘাটের এই ‘গায়িকা’।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।