জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ফেসবুকে লিখেছেন, হোম কোয়ারেন্টিনে থেকে অভিনয় ভুলে গেছেন তিনি। তাই অভিনয় প্রশিক্ষক খুঁজছেন!
কৌতুকাভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়।
ফারুক আহমেদ নিজের ফেসবুক আইডিতে লেখেন, পূর্বে আমি একজন অভিনেতা ছিলাম। করোনা ভাইরাসের কারণে অনেকদিন যাবত আমি আমার বাসায় হোম কোয়ারেন্টিনে আছি। দীর্ঘদিন অভিনয় করতে না পারার কারণে অভিনয় কীভাবে করতে হয় তা ভুলে গেছি। কাজেই পুনরায় অভিনয় শেখার জন্য আমার একজন দক্ষ অভিনয় প্রশিক্ষক আবশ্যক।
এরপর তিনি নিজের বাসায় ঠিকানা পোস্টটির সঙ্গে জুড়ে দেন।
মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন ফারুক আহমেদ। তবে টিভিতে হুমায়ূন আহমেদের নাটক দিয়েই তার উত্থান। বিশেষ করে ‘আজ রবিবার’ নাটকে মতি মিয়া চরিত্রে অভিনয়ের পর থেকেই রাতারাতি জনপ্রিয়তা পান ফারুক আহমেদ। এরপর বহু নাটকে তিনি দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ০৫, ২০২০
জেআইএম