ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হোম কোয়ারেন্টিনে থেকে অভিনয় ভুলে গেছেন ফারুক আহমেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ৫, ২০২০
হোম কোয়ারেন্টিনে থেকে অভিনয় ভুলে গেছেন ফারুক আহমেদ!

করোনা ভাইরাস প্রতিরোধ করতে গত ২২ মার্চ থেকে সকল নাটকের শুটিং স্থগিত রয়েছে। যার কারণে হোম কোয়ারেন্টিনে কাটছে অভিনয়শিল্পীদের সময়। দেড়মাস ধরে লাইট ক্যামেরার দুনিয়া থেকে দূরে আছেন তারা। যারা রেগুলার কাজ করেন তাদের জন্য এই বিরতির সময়টা বেশ দীর্ঘ!

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ফেসবুকে লিখেছেন, হোম কোয়ারেন্টিনে থেকে অভিনয় ভুলে গেছেন তিনি। তাই অভিনয় প্রশিক্ষক খুঁজছেন!

কৌতুকাভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

পর্দায় তার উপস্থিতি দর্শকদের হাসির খোঁড়াক যোগায়। মূলত রসিকতা করেই এই স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

ফারুক আহমেদ নিজের ফেসবুক আইডিতে লেখেন, পূর্বে আমি একজন অভিনেতা ছিলাম। করোনা ভাইরাসের কারণে অনেকদিন যাবত আমি আমার বাসায় হোম কোয়ারেন্টিনে আছি। দীর্ঘদিন অভিনয় করতে না পারার কারণে অভিনয় কীভাবে করতে হয় তা ভুলে গেছি। কাজেই পুনরায় অভিনয় শেখার জন্য আমার একজন দক্ষ অভিনয় প্রশিক্ষক আবশ্যক।

এরপর তিনি নিজের বাসায় ঠিকানা পোস্টটির সঙ্গে জুড়ে দেন।

মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেন ফারুক আহমেদ। তবে টিভিতে হুমায়ূন আহমেদের নাটক দিয়েই তার উত্থান। বিশেষ করে ‘আজ রবিবার’ নাটকে মতি মিয়া চরিত্রে অভিনয়ের পর থেকেই রাতারাতি জনপ্রিয়তা পান ফারুক আহমেদ। এরপর বহু নাটকে তিনি দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ০৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।