ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

পলাশ রঙে এলো ধরায় বসন্ত

আসিফ আজিজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পলাশ রঙে এলো ধরায় বসন্ত পলাশ বনে বসন্তের আগমনী বার্তা/ছবি: আসিফ আজিজ-বাংলানিউজ

ঢাকা: চিরহরিৎ বনে শুকনো পাতার ঝরে পড়া যেন নবনৃত্যকলা। মাটির পরশে মর্মর মর্মর ধ্বনিতে তখন মিষ্টি হারমোনি। নিরাভরণ শিমুল, পলাশ বনে আগুনঝরা রং। রক্তরঙা আভায় আলোর বিচ্ছুরণ। মেটে শালিকটির পলাশদামে মুখ ডুবিয়ে সে কি আনন্দ! পত্রহীন ডালের ফাঁকগলে নীলাকাশে শোভিত রঙের খেলা। বসন্ত এসে গেছে।

রবীন্দ্র-নজরুলে সে বসন্ত ধরা দেয় কখনো বিরহী, কখনো আনন্দ, কখনো সৃষ্টি, কখনো প্রকৃতির অনবদ্য গানে।

‘বাঁশিতে বাজায় সে বিধুর
পরজ বসন্তের সুর
পাণ্ডু কপোলে জাগে রঙ নব অনুরাগে
রাঙা হলো ধূসর দিগন্ত।

’ (বসন্ত বিলাপ-নজরুল)

পলাশবনে উচ্ছ্বল পাখি/ছবি: আসিফ-বাংলানিউজএ ঋতু ফুলেদের, এ ঋতু পাখিদের, এ ঋতু নতুন আহ্বানের। পাখিরা এ ঋতুতে গেয়ে ওঠে নতুন গান, পাতারা করুণ নৃত্যে নেচে ওঠে নতুনের উন্মুখতায়, কোকিল গেয়ে ওঠে তার বিরহী সঙ্গীন্মুখ গান। আকাশে খেলা করে নীল। সে নীলে লাল, হলুদ শিমুল, পলাশ, রাঁধাচূড়ার হর্ষকেতন।

পলাশ গাছে আলোর বিচ্ছুরণ/ছবি: দেওয়ান মো. ইমন-বাংলানিউজ
‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ’ (রবীন্দ্র সংগীত)

পলাশ গাছে ফুলের মেলা/ছবি: আসিফ-বাংলানিউজবসন্ত মানুষের হৃদয়ে তোলে ঢেউয়ের তাল। সে তাল থেকে ওঠে সুর শ্বাশত। বসন্ত তাই কখনো বিরহী, কখনো সৃষ্টির, কখনো মুক্ত পাখির উচ্ছ্বাসের মতো আনন্দের।

বসন্তে রেঙেছে পশাল বন/ছবি: আসিফশুকনো পাতার নূপুরের নিক্বণ, ফাগুনের উদাসী বাতাস, দূর থেকে ভেসে আসা বসন্তদূতের কুহু ধ্বনি হৃদয় আকুল করে প্রেমিকযুগলের। হৃদয়মন্দিরে গেয়ে ওঠে আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,/আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,/এই সংগীতমুখরিত গগনে/তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো।


হয়তো বলে ওঠে, সে কি আমায় চিনে নেবে/এই ফাল্গুনের দিনে...’


বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।