ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অটিজম একটি জিনগত সমস্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
অটিজম একটি জিনগত সমস্যা বর্ণাঢ্য র‍্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়

ঢাকা: অটিজম কোনো রোগ নয়। এটি একটি জিনগত সমস্যা। এই সমস্যার সঙ্গে পুষ্টির সম্পৃক্ততা রয়েছে। চাহিদাসম্পন্ন অটিজম বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চাহিদা মতো সুবিধা দিতে পারলে তাদের সুস্থ শিশুর মতো করেই গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।  

‘লাইট ইট আপ ব্লু মিউজিক ফর অটিজম’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করে নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার (এনএএআরসি)।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়ার হোসেন, কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাজেদা, সংগঠনটির কর্ণধার আরিফ ও তামান্না শারমিন।  

এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিস্টিক শিশু রিনতার বাবা মুশফিক ও তার মা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।  

এক বর্ণাঢ্য র‍্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একটি সাদা বোর্ডের হাতের ছাপ দিয়ে সংহতি প্রকাশ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর ঝড়ের কারণে অনুষ্ঠান সেখানে পণ্ড হয়ে যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আসতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।