ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

খাগড়াছড়ি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর শাখা ও চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
 
খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন মো. ইদ্রিস মিয়া।

 

সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর শাখার সভাপতি সুজিদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৌমেন তালুকদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন প্রমুখ।
 
এতে চিকিৎসা নিতে আসা প্রায় ৫ শতাধিক ব্যক্তির মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া আগতদের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।