শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর শাখা ও চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন মো. ইদ্রিস মিয়া।
সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর শাখার সভাপতি সুজিদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ, লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৌমেন তালুকদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন প্রমুখ।
এতে চিকিৎসা নিতে আসা প্রায় ৫ শতাধিক ব্যক্তির মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া আগতদের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এডি/আরবি/