ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চেয়ারম্যান টিপুর ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ‘ডাক্তার যাবে বাড়ি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
চেয়ারম্যান টিপুর ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ‘ডাক্তার যাবে বাড়ি’ ছবি: সংগৃহীত

ঢাকা:  করোনা মহামারিতে লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ‘ডাক্তার যাবে বাড়ি’ নামে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রম।

লকডাউনে অতি প্রয়োজনে কেউ ঘর বেরুতে না পারা এবং সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে নিয়ে এই উদ্যোগ হাতে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

এ সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিতে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, উপজেলার নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্য কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কারণ অনেকের স্বাস্থ্য পরামর্শ বা ডাক্তারের প্রয়োজনীয় পরামর্শ নেওয়া লাগতে পারে। কিন্তু এই মুহূর্তে অনেকের হয়তো বাইরে যাচ্ছে না। আবার অনেকের মধ্যে ভয়ও কাজ করছে। তাই গাড়ি আর ডাক্তার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি।

গাড়িতে বসেই ডাক্তাররা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধও আমরা সরবরাহ করছি। যাতে মানুষের সুবিধা হয়। এর জন্য কোনো খরচ করতে হচ্ছে না কাউকে। প্রতিদিনই এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে উপজেলার বিভিন্ন এলাকায়।

ব্যক্তিগত উদ্যোগে মানুষের বিপদে সাড়া দিতেই নানা কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। ইতোমধ্যে সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে ৫ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী।

এছাড়াও ইউনিয়নে ইউনিয়নে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চিকিৎসদের সুরক্ষা পোশাক প্রদান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে সবজি বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।