লকডাউনে অতি প্রয়োজনে কেউ ঘর বেরুতে না পারা এবং সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে নিয়ে এই উদ্যোগ হাতে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
এ সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিতে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, উপজেলার নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্য কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাড়িতে বসেই ডাক্তাররা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধও আমরা সরবরাহ করছি। যাতে মানুষের সুবিধা হয়। এর জন্য কোনো খরচ করতে হচ্ছে না কাউকে। প্রতিদিনই এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে উপজেলার বিভিন্ন এলাকায়।
ব্যক্তিগত উদ্যোগে মানুষের বিপদে সাড়া দিতেই নানা কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। ইতোমধ্যে সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে ৫ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী।
এছাড়াও ইউনিয়নে ইউনিয়নে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চিকিৎসদের সুরক্ষা পোশাক প্রদান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে সবজি বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ইইউডি/এএটি